
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 457 বার পঠিত
বগুড়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর নিজস্ব ভবনে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি পপুলার লাইফ ইন্স্যুরেন্স বীমা গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করে বলেন, পপুলার লাইফ নিজস্ব দায়বদ্ধতা থেকে বীমা দাবির চেক হস্তান্তর করে আসছে। এ সময় তিনি কোম্পানির ব্যবসার বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি আরো বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে গ্রাহকসেবায় নির্ভরযোগ্যতা বজায় রেখে কাজ করে আসছে। নিয়মিত দাবি পরিশোধ এবং সেবা উন্নয়নে প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্যবসা পর্যালোচনার উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও মাঠপর্যায়ের বিপণনকর্মীরা অংশগ্রহণ করে।-বিজ্ঞপ্তি
Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity