শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুনরায় প্রাইম ইন্স্যুরেন্সের সিইও আব্দুল হামিদ

  |   বুধবার, ০৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

পুনরায় প্রাইম ইন্স্যুরেন্সের সিইও আব্দুল হামিদ

পুনরায় প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আব্দুল হামিদ,এফসিএ-এর পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ১১ জুন ২০২৫ থেকে ৩১ মে ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

গত ১ জুলাই কর্তৃপক্ষের পরিচালক (নন-লাইফ) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।

জনাব হামিদ ২০২২ সালের ১ জুন প্রাইম ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

ইন্স্যুরেন্স খাতে তার প্রায় ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে উচ্চপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আব্দুল হামিদ বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) ফেলো সদস্য। একইসঙ্গে তিনি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ফেলো সদস্য।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) টেকনিক্যাল মিশনের সদস্য হিসেবে তিনি বাংলাদেশে নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের জন্য রিপোর্টিং ফরম্যাট অনুযায়ী র‌্যাশনালাইজড ইনপুট টেমপ্লেট প্রস্তুতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আইসিএবি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং এফআরসি ও আইসিএবির বিভিন্ন কমিটিতেও যুক্ত আছেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com