শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসির উদ্যোগে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   653 বার পঠিত

বিএসইসির উদ্যোগে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর আয়োজনে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সেমিনারে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়াও বিএসইসি’র নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআর‌আরসি বিভাগের সকল কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। তিনি প্রাইস ডিসকভারি প্রক্রিয়া, বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস পদ্ধতি, অকশন মডেল, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন, শেয়ার লক-ইন, আইপিও প্রাইস স্ট্যাবিলাইজেশনে আন্ডাররাইটারের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তব্যকালে কমিশনার মোঃ মোহসিন চৌধুরী অধ্যাপক ইমামকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এ সেমিনার কমিশনের কর্মকর্তাদের জ্ঞান সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে বিএসইসি’র আগ্রহ থাকবে বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের জ্ঞানে সমৃদ্ধ সেমিনারের ধারাবাহিকতা দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(128 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com