শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিলন্ডারিং প্রতিরোধে ব্যামেলকো সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   348 বার পঠিত

মানিলন্ডারিং প্রতিরোধে ব্যামেলকো সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (আইসিসিএবি) কর্তৃক ব্যামেলকো সম্মেলন-২০২৫ সম্প্রতি কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা মো. আমির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিএবি’র প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানিলন্ডারিং দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অন্তরায়। মানিলন্ডারিং প্রতিরোধে সব জায়গা থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বীমা খাতে মানি লন্ডারিং প্রতিরোধে শাখা পর্যায়ের এন্ট্রি মানি লন্ডারিং কর্মকর্তাদের এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বীমা কোম্পানিগুলোর শাখা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করা।

অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল লাইফের কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিএবি’র প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস এফসিএ বলেন, সম্মেলনের মাধ্যমে কর্মকর্তারা শুধু নিয়ম-কানুনই নয়, বরং একটি সতর্ক ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলার অনুপ্রেরণা পাবেন, যা বীমা খাতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এই সম্মেলন বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি মানি লন্ডারিং প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল করে তুলবে।

অনুষ্ঠানে সকল বীমা কোম্পানীর শাখা পর্যায়ের এন্ট্রি মানি লন্ডারিং কর্মকর্তাবৃন্দ, ডেপুটি ক্যামেকোবৃন্দ অংশ নেন। সম্মেলনে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত সেশনে আইন ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য ও প্রশ্নত্তোর পর্বে অংশনেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান ও যুগ্ম পরিচালক মোঃ আনোয়ার পারভেজ। সম্মেলন পরিচালনা করেন আইসিসিএবি’র জেনারেল সেক্রেটারি মইনুল হাই আসিফ।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(128 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com