
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত
পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ঢাকায় শুরু হয়েছে ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’। বুধবার সকালে বনানীর হোটেল শেরাটনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে শুরু হওয়া এ সামিটে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।
এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। উদ্বোধনী সেশন পরিচালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity