শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারবাজারে স্বচ্ছতা আনতে উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

  |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   1528 বার পঠিত

শেয়ারবাজারে স্বচ্ছতা আনতে উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

শেয়ারবাজারে কারসাজি ও গুজব প্রতিরোধে উৎপাদন বন্ধ থাকা ৩০টি তালিকাভুক্ত কোম্পানির নাম প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারীদের সচেতন করতে ডিএসইর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ডিএসই জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও বাজারে বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামা ঘটানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে ক্ষতির শিকার হন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।

ডিএসইর প্রকাশিত তালিকা অনুযায়ী, উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলো হলো—অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, রহিমা ফুড কর্পোরেশন ও হামিদ ফ্যাব্রিক্স।

এর মধ্যে শ্যামপুর সুগার মিলস ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করলেও এ কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

তালিকায় সর্বশেষ যোগ হয়েছে হামিদ ফ্যাব্রিক্স। কোম্পানিটি ২২ সেপ্টেম্বর থেকে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে ১২ আগস্ট উৎপাদন বন্ধ ঘোষণা করে রহিমা ফুড কর্পোরেশন।

ডিএসই বলছে, তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে, যাতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com