
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 152 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ইউনিট বিক্রি করার ঘোষণা দিয়েছে।
বুধবার (১৩ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের হাতে থাকা মিউচুয়াল ফান্ডটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ১০ লাখ ইউনিট বিক্রি করবে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে আলোচ্য ইউনিট বিক্রি সম্পন্ন করবে এই উদ্যোক্তা।
২০১০ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট ইউনিটের ৩২.৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।
Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity