
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 143 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে পৌনে ৩৩ পয়েন্ট। সূচকের এ পতনের নেপথ্য কারিগর ছিল ১০ কোম্পানির শেয়ার। লংকাবাংলা ফাইন্যান্স এনালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, রেনাটা, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ক্রিস্টাল ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ২৪ পয়েন্ট।
আজ ডিএসইর সূচকের পতনের ক্ষেত্রে প্রথম দায় ছিল বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতনের ক্ষেত্রে কোম্পানিটির দায় ছিল ৪.৩৮ পয়েন্ট।
এদিন ডিএসইর সূচক পতনের ক্ষেত্রে দ্বিতীয় দায় ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ টাকা ২০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক পতনের ক্ষেত্রে কোম্পানিটির দায় ছিল ৪.২৯ পয়েন্ট।
একইভাবে আজ ডিএসইর সূচক পতনের ক্ষেত্রে অন্যান্য কোম্পানির মধ্যে দায় ছিল স্কয়ার ফার্মা ৩.৩৫ পয়েন্ট, গ্রামীণফোন ২.৪২ পয়েন্ট, রেনাটা ২.৪২ পয়েন্ট, পূবালী ব্যাংক ২.০৫ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৬২ পয়েন্ট, ক্রিস্টাল ইন্সুরেন্স ১.১৯ পয়েন্ট, বিকন ফার্মা ১.০৮ পয়েন্ট এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড ১.০৭ পয়েন্ট।ায
Posted ৭:১০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity