
| বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট | 58 বার পঠিত
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুর কাদির শফি। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বারাকা পাওয়ার লিমিটেড জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে মঞ্জুর কাদির শফিকে নির্বাচন করেছে। ৩০ মে থেকে তিনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক ছিলেন। একইসঙ্গে তিনি বারাকা পতেঙ্গা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কর্নফুলি পাওয়ার লিমিটেড, বারাকা শীতলক্ষা পারওয়ার লিমিটেড, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Posted ১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity