
| বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাজধানীর কাওরানবাজারে এনএলআই টাওয়ারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি.এম ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সভায় ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দীন, ইসলামী ইন্স্যুরেন্সের সিইও মো. আব্দুল খালেক মিয়া, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সিইও মো. সামসুল হুদা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সিইও শামীম হোসাইন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সিইও নিমাই কুমার সাহা, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ট্রাস্ট লাইফের সিইও গিয়াস উদ্দিন, প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মঞ্জুর, রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ.কে.এম সারোয়ার জাহান জামীল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির অর্ধশতাধিক সিইও যোগ দেন। ন্যাশনাল লাইফের সার্বিক সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় বীমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র কমিশন শিডিউল মেনে চলার পরামর্শ দিয়ে বীমা দাবি সময়মতো পরিশোধ করার তাগিদ দেয়া হয়। এছাড়া, সভায় নন-লাইফের বিজনেস প্রকিউরমেন্ট কমানোর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয়ের বিষয়ে আইডিআরএ’র গাইডলাইন অনুযায়ী প্রদানের তাগিদ দেওয়া হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, আইডিআরএ এবং সাধারণ বীমা করপোরেশনের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দেয়া হয়। এছাড়া যেসব জীবন বীমা কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করছে না তাদেরকে দাবি পরিশোধের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। লাইফ ও নন-লাইফ দু’ধরণের কোম্পানিতেই শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সামগ্রিক বীমা খাতের উপর মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity