
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশের প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ কে এম সারোয়ার জাহান জামীল এমজেএফ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ড. এ কে এম সারোয়ার জাহান জামীল পেশাগত জীবনে দীর্ঘদিন যাবত বীমা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বীমা পেশার পাশাপাশি লায়নিজমসহ নানা সামাজিক কর্মকান্ডেও তিনি জরিত রয়েছেন।
বিশিষ্ট সমাজ সেবক ড. এ কে এম সারোয়ার জাহান জামীল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) প্রথম ভাইস চেযারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানান ৷
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity