
| সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
জামালপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা দাবির উন্নয়ন সভা অনু্ষ্ঠিত হয়েছে। জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় রোববার (৫ জানুয়ারি) এই উন্নয়ন সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) এম তাজুল ইসলাম এমবিএ, বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, উপ ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. মঞ্জুর রায়হান। সভার সভাপতিত্ব করেন এএমডি (উন্নয়ন) মিসেস নাসরিন আক্তার। সভা প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা যোগ দেন।
সভায় বীমা গ্রাহক মো. বাবুল মিয়ার মৃত্যুদাবির ৪৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর চেক তার নমিনী মোছা. ফাহিমা খাতুনের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বীমা গ্রাহক মাত্র ১৫’শ টাকার একটি প্রিমিয়াম দিয়ে মারা যান।-বিজ্ঞপ্তি
Posted ১:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity