
| সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 377 বার পঠিত
বাংলাদেশে উরুগুয়ের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরী অডিট ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাবেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিকেএফ এএইচকেসি অডিট ফার্মের পার্টনার ড. এম মোশাররফ হোসেন, এফসিএ তাকে অভিনন্দন পত্র জ্ঞাপন করেন।
এছাড়া সম্প্রতি মোস্তফা কামরুস সোবহান এর বাবা বীর মুক্তিযোদ্ধা, বিজিএমইএ সাবেক সভাপতি, ড্রাগন গ্রুপের চেয়ারম্যান, রূপালী ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ড. এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিকেএফ এএইচকেসি অডিট ফার্মের কনসালটেন্ট মোহাম্মদ শরীফুর রহমান ভূঞা ।
বহুমুখী প্রতিভার অধিকারী মোস্তফা কামরুস সোবহান ১৯৯৯ সালে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে দেশে এসে বীমা, শিক্ষা, বস্ত্র ও তৈরী পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও ড্রাগন গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। -বিজ্ঞপ্তি
Posted ৬:০০ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity