
| বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (৬ মে) নগরীর রূপায়ন ট্রেড সেন্টারে এনআরবি ইসলামিক লাইফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা। এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের সকল দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এনআরবি ইসলামিক লাইফের পর্যায়ক্রমিক অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি কিবরিয়া গোলাম মোহামাদ বলেন, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে কোম্পানির যাত্রার শুরু।পরে তিনি কোম্পানির যাবতীয় অর্জ ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন।। অনুষ্ঠানে এনআরবি লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ কোম্পানির সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity