
| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 239 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৫) রাজশাহী জোনাল অফিসের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ন ম সিদ্দিকুর রহমান।
রাজশাহী জোনপ্রধান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে জোনের আওতাধীন সকল শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ব্যাংকের অগ্রগতি, শাখাভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকিং কার্যক্রমের মানোন্নয়ন ও গ্রাহকসেবার মান বাড়াতে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনাও দেওয়া হয়।-বিজ্ঞপ্তি
Posted ৬:১৮ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity