
| মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 260 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটি রাইট শেয়ারের মাধ্যমে ১০২ কোটি ৯৪ লাখ টাকা মূলধন উত্তোলনের প্রস্তাবনা জমা দেয়। তবে কমিশন ওই প্রস্তাব অনুমোদন না দিয়ে আবেদনটি বাতিল করে দেয়।
পরবর্তীতে, কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদনটি পুনঃমূল্যায়নের জন্য চিঠি প্রেরণ করেছে। বর্তমানে বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে কোম্পানি।
মূলধন পুনর্গঠনের অংশ হিসেবে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলনের এই উদ্যোগে কোম্পানিটি উৎপাদন সক্ষমতা ও আর্থিক কাঠামো আরও দৃঢ় করতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity