
| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 2174 বার পঠিত
আট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এনআরবি ব্যাংক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ প্রতিবেদন প্রকাশ করে ব্যাংকগুলো।
পূবালী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩২ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৭ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৩ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৬ পয়সা।
আল আরাফা ইসলামী ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৬ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল৯৮ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৫ পয়সা।
এক্সিম ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১টাকা ১৪ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৪ পয়সা।
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭২ পয়সা।
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৪ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৯ পয়সা।
এনআরবি ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা। সমাপ্ত দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল১৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৫ পয়সা।
Posted ১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity