
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 152 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিম এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠালে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিদুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লাভেলো আইসক্রিম
ডিএসইতে গত ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা। গত ১৮ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ টাকা ১০ পয়সা।
এস্কয়ার নিট
ডিএসইতে গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। গত রোববার ২৫ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। মাত্র ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity