বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় চলন্ত মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় চলন্ত মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একটি চলন্ত মোটরসাইকেলে আগুন জ্বলে ওঠে। এতে মোটরসাইকেল আরোহী শহিদ সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

সোমবার (৪ মার্চ) সকাল ৮টার সময় ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে শিবচর কুতুবপুর এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ সরদার ফরিদপুরের সালথা উপজেলার জগিকান্দা গ্রামের মান্নান সরদারের ছেলে।

 

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ ভোরে মোটরসাইকেলে নিজবাড়ি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী শহিদের মৃত্যু হয়।

 

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাস ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com