
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 962 বার পঠিত
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির ট্যাক্স পরবর্তী মুনাফা হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (প্রি-আইপিও) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬৮ পয়সা। পোস্ট-আইপিও শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৬০ পয়সা।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity