
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৩ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে তৃতীয় কারখানা নির্মাণে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৭৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে- ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ইস্যু করে এই অর্থ সংগ্রহ করতে চায় বার্জার। এর মধ্যে ২৫ লাখ ৯১ হাজার ৬৯১টি শেয়ার জেএন্ডএন ইনভেস্টমেন্টসকে (এশিয়া) অফার করা হবে, যা মোট শেয়ারের ৯৫ শতাংশ।
প্রতিটি শেয়ারের মূল্য হবে ১ হাজার ৩৬৬ টাকা, যার মধ্যে প্রিমিয়াম রয়েছে ১ হাজার ৩৭৬ টাকা। আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বার্জারের তৃতীয় কারখানার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮১৩ কোটি টাকা। ২০২৬ সালের এপ্রিলে কেন্দ্রটির উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Posted ৯:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | sharebizadmin