
| রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
আই-কেয়ার ব্র্যান্ড জেইসের ভিশন পার্টনারশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের ঢাকা অপটিকাল প্যাভিলিয়ন। জেইসের সুনাম রয়েছে পৃথিবীজুড়ে চোখের আধুনিকায়নে।
বাংলাদেশে পার্টনারশিপের এই যাত্রামুহূর্তে জেইসের রিজিওনাল প্রধান (ভারত ও সার্ক) ভিকাশ সাক্সেনা, হেড অফ সেলস (সার্ক) আবির চন্দ্র, হেড অফ ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী, হেড অফ মার্কেটিং রাহুল, রাইট কনেক্ট এর সিইও মিনহাজ হোসাইন, রাইট কনেক্টনএর ডিরেক্টর মো. আশিক, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এর সিইও ড. গাজী রিয়াজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে জেইস এর রিজিওনাল প্রধান (ভারত ও সার্ক) ভিকাশ সাক্সেনা বলেন, বাংলাদেশের চশমা ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা এবং একইসাথে বিশ্বমানের পণ্য ব্যবহারের সুবিধা দিতে আমাদের এই যাত্রা।
ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এর সিইও ড. গাজী রিয়াজ বলেন, আমাদের এই লঞ্চিং উপলক্ষে সবসময়ের জন্য থাকছে চোখের ফ্রি চেকাপ এবং সপ্তাহজুড়ে যেকোনো পণ্যে ২০ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট।
আয়োজনে উপস্থিত ছিলেন রাইট কনেক্ট এর সিইও মিনহাজ হোসাইন। তিনি বলেন, জেইস একটি বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রযুক্তি সমন্ধে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আমরা চাই দেশের বাজারে ব্র্যান্ডটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে।
আয়োজনটি উপলক্ষে প্রতিষ্ঠানটিতে সপ্তাহজুড়ে চলছে চোখের চেকআপ একদম ফ্রি এবং যেকোনো অর্ডারে ২০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | sharebizadmin