
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 266 বার পঠিত
পুঁজিবাজার তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে।
একদিনে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ পয়েন্ট কমেছে। হঠাৎ বড় পতনের কারণ হিসেব গুজবকেই চিহ্নিত করেছেন বাজার সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত সোমবার (০৪ মার্চ) নতুন করে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
তবে নতুন করে গুজব উঠেছে আরোও বেশকিছু কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে এবং যেসব কোম্পানির শেয়ারে এখনো ফ্লোরপ্রাইস বহাল রয়েছে সেগুলোর আগামী রবিবার থেকে ফ্লোরপ্রাইস উঠে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি কোম্পানির তালিকা প্রকাশ করে গুজব ছড়ানো হচ্ছে।
একই সঙ্গে এসব তালিকার মধ্যে কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই জেড ক্যাটাগরিতে রয়েছে।
তারপরেও সাধারণ বিনিয়োগকারীরা এসব ভিত্তিহীন গুজব বিশ্বাস করে আতঙ্কিত হচ্ছে।
সেই সঙ্গে এমন গুজবে পুঁজিবাজারে পতন হয়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। তবে এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ
Posted ৮:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity