
| মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায়, বন্ধ ছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯। যা আজ (১৩ আগস্ট) আবার পুনরায় চালু করা হয়েছে।পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশি সেবা চালুর নানা উদ্যোগের মধ্যে এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম।
সরকার পতনের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা যেমন ভেঙে পড়েছিল, তেমনই ভাটা পড়েছিল জরুরি সেবার হটলাইন কার্যক্রম। থানা পুলিশ মাঠে না থাকায় ৯৯৯ স্বল্প পরিসরে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা চালু রেখেছিল।
মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ‘পূর্ণমাত্রায়’ চালু হয়েছে।
Posted ১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity