
| বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার সংস্কার কমিশন। নির্বাচন, দুদক, পুলিশ ও সংবিধান সংস্কারে গঠিত কমিশন আজ বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব সংস্কার প্রস্তাব জমা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।
Posted ১:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity