শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

  |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরটি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সফরে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব আরও বলেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ফেরত আনার বিষয়েও আলোচনা হবে।

এছাড়া সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে রওনা হয়ে ১৪ জুন দেশে ফিরবেন।”

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com