
| সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 188 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৪ জুলাই) গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ থেকেই নির্মাণকাজ শুরু হচ্ছে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এ নির্মাণকাজ শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পন্ন হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই এ নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া, সমাজ কল্যাণ মন্ত্রণলায়ে কাজ করবে জুলাই কন্যারা।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity