শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮ হাজার ১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প একনেকে অনুমোদন

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

৮ হাজার ১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১২টি হবে নতুন স্টেশন এবং ৮টি পুরনো স্টেশনের পুনর্নির্মাণ করা হবে।

রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে একনেকে মোট ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

এই ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা, এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনা কমিশন থেকে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘২০টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ ও নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পটি। এ প্রকল্পে মোট ব্যয় হবে ৬৫০ কোটি ৯৬ লাখ টাকা, যা জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন— পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

একনেক অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৬টি, সংশোধিত প্রকল্প ৪টি, এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়ানো হয়েছে ২টি প্রকল্পের।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com