
| শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 217 বার পঠিত
আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
এতে বলা হয়েছে, সব পক্ষের উপস্থিতিতে খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই ঘোষণাপত্রের প্রস্তাবনা উত্থাপন করা হয়।
জানা গেছে, ঘোষণাপত্র চূড়ান্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত ও আলোচনা বিবেচনায় নেওয়া হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন পক্ষের পরামর্শে খসড়াটি সংশোধনের পর চূড়ান্ত করা হয়েছে।
প্রথমে সরকার এই প্রক্রিয়ার বাইরে থাকলেও পরে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হয় এবং পুরো কর্মপ্রক্রিয়া সরকারিভাবে এগিয়ে নেওয়া হয়।
Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity