
| সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 202 বার পঠিত
সরকারের শুধু ভুল ও সীমাবদ্ধতার দিকেই নজর না দিয়ে ইতিবাচক ও সফল উদ্যোগগুলোকেও গুরুত্ব দিয়ে দেখতে গবেষক, বিশ্লেষক ও অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “সরকারের ভুল থাকতে পারে, তবে ভালো দিকগুলো উপেক্ষা করা অনুচিত। অন্তর্দৃষ্টি দিয়ে সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে।”
সোমবার (৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আওতায় আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রমের ওপর আলোকপাত করে এ সেমিনারের আয়োজন করা হয়।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের সেবার মান শুধু বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরীণ কার্যক্রমেও উন্নয়ন ঘটাতে হবে। তিনি উদাহরণ টেনে বলেন, “টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখা হলেও যদি ভিতরে ফাঁপা থাকে, তাহলে সেবাগ্রহীতারা বুঝে যাবেন আসল অবস্থা।”
রাজস্ব আহরণে আরও মনোনিবেশের প্রয়োজনীয়তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যপ্রবাহ বাড়ানোর ওপর জোর দেন উপদেষ্টা। তিনি বলেন, “অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের মতো কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, ওয়েবসাইটে তথ্য প্রকাশসহ অন্যান্য ডিজিটাল উদ্যোগগুলোকেও অব্যাহত রাখতে হবে। এতে যেমন জনগণ উপকৃত হবে, তেমনি সেবা প্রদানকারীদের কাজও সহজ হবে।”
অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, “বাজেট ঘোষণার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু তথ্য দেওয়া হলেও, মূসক, আয়কর ও কাস্টমসের মতো জটিল বিষয়গুলো আমাদেরও অনেক সময় বোধগম্য হয় না। এনবিআর যদি বাজেট-পরবর্তী সময়ে সেমিনারের মাধ্যমে এসব ব্যাখ্যা করে, তবে গণমাধ্যম আরও কার্যকরভাবে জনগণকে তথ্য দিতে পারবে।”
শুল্ক সংশ্লিষ্ট প্রবন্ধে প্রথম সচিব রইস উদ্দিন বলেন, “আমদানির সময় ভুল ঘোষণা দিলে আগে ২০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ হতো। নতুন অর্থবছরের বাজেটে তা হ্রাস করে ১০০ থেকে ২০০ শতাংশ করা হয়েছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রাজস্ব খাতের আধুনিকায়ন ও সেবার উন্নয়নে করদাতা ও এনবিআরের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Posted ২:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity