শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক সই

  |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক সই

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন উভয় নেতা।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ে। এ নোটে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। দ্বিতীয় নোট বিনিময় কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে; এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তৃতীয় নোট বিনিময় হয় হালাল ইকোসিস্টেম খাতে সহযোগিতা বিষয়ে; এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে—প্রতিরক্ষা সহযোগিতা; এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন; মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ও বাংলাদেশের বিআইআইএসএস-এর মধ্যে সহযোগিতা; এমআইএমওএস সার্ভিসেস ও বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা; এবং মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) ও বাংলাদেশের এফবিসিসিআই-এর মধ্যে সহযোগিতা।

যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, “অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।” তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি এবং দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনূস। পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান। বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সফরে তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আগামী ১৩ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com