শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বদরুদ্দীন উমর আর নেই

  |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

বদরুদ্দীন উমর আর নেই

বাংলাদেশের প্রগতিশীল চিন্তার ধারক-বাহক, লেখক, গবেষক, ইতিহাসবিদ ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ছিলেন বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক। পারিবারিক পরিবেশে রাজনীতি, জ্ঞানচর্চা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় পান তিনি। পরিবারের বহু সদস্যই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধা ও মননের উজ্জ্বল প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ সম্পন্নের আগেই ১৯৫৪ সালে দর্শন বিভাগে অস্থায়ী শিক্ষক হিসেবে যোগ দেন। পরের বছর এমএ পাস করার পর শিক্ষকতা চালিয়ে যান চট্টগ্রাম সরকারি কলেজে, ১৯৫৭ সালে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৬১ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে অনার্স ডিগ্রি অর্জন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায়ও রেখেছেন অমোচনীয় দাগ।

ষাটের দশকে তার তিনটি গ্রন্থ সাম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭) এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৯) বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিবৃত্তির বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। এসব লেখার কারণে পাকিস্তান সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১৯৬৮ সালে অধ্যাপনা থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতি ও লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেন।

বুদ্ধিজীবী জীবনের বড় অংশ তিনি উৎসর্গ করেছেন বাংলা ও বাঙালি সমাজ ভাবনায়। রাজনীতি, দর্শন, ইতিহাস ও সংস্কৃতিকে একসাথে মেলাতে সক্ষম এই মনীষী ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান তাত্ত্বিক।

বদরুদ্দীন উমর তার সাহসী অবস্থান ও আপসহীন চরিত্রের জন্য পরিচিত ছিলেন। রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আদমজী সাহিত্য পুরস্কারসহ একাধিক সম্মাননা তিনি নীতিগত কারণে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

তার জীবন ও কর্ম প্রজন্মের পর প্রজন্মকে প্রশ্ন করতে, ভাবতে ও প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।

 

 

প্রতিদিনের  অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com