
| শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 189 বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সন্ধ্যা ৭টার মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, যারা ভোট বর্জন করেছেন সেখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কেউ চাইলে অংশ নেবেন, কেউ চাইলে বর্জন করবেন—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ফর্মাল পদত্যাগপত্র জমা পড়েনি। তাই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যও নেই।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, লাভ-লোকসান দেখে নয়, আমরা জাকসুর বিধি অনুযায়ী গণনার কাজ করছি।
শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৯টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ হল এবং ২১ নং ছাত্র হলের ভোট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫টি পদের মধ্যে জিএস ও এজিএসসহ ২১টি পদে শিবির-সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছে। ভিপি (সহ-সভাপতি) পদে স্বতন্ত্র ও শিবির-সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেখানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী। তবে জিএস ও এজিএসের নারী-পুরুষ উভয় পদেই শিবির-সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।
ভিপি ছাড়া সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও ক্রীড়া সম্পাদক—এই চার পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এর আগে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু হওয়ায় ৪৮ ঘণ্টা পার হলেও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি। তবে বিভিন্ন হলে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি পদে বিজয়ী হয়েছেন।
এদিকে, কেন্দ্রীয় ছাত্র সংসদের চূড়ান্ত ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা ও সমীকরণের হিসাব-নিকাশ।
Posted ১:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity