
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
কদিন ধরে ধারাবাহিকভাবে শিক্ষকদের আন্দোলনের পরও পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল না করায় সোমবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য এ পেনশন স্কিম বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে এ আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। যদিও এ স্কিম কোনোভাবেই বৈষম্যমূলক নয় বলে দাবি করে আসছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
Posted ৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity