
| সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার চিঠি
আগামী ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে ড. ইউনূস বলেন, ‘আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি।’
Posted ৬:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity