শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, হাসপাতালে আহতদের ভিড়

  |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, হাসপাতালে আহতদের ভিড়

ঢাকার উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি।

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

জানা গেছে, বিমান বাহিনীর একটি F-7 BGI (701) মডেলের প্রশিক্ষণ বিমান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সাথে সাথেই আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন। অন্য কেউ তার সঙ্গে ছিলেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিধ্বস্তের সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন বেসামরিক ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে অনেকের শরীরের ৫০ শতাংশের বেশি অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রায় ৬০ জন রোগী ভর্তি করা হয়েছে। অন্যান্য হাসপাতালগুলোতেও টানা রোগী আসতে থাকায় চিকিৎসা সেবায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। কয়েকটি হাসপাতালে অন্য হাসপাতাল থেকেও চিকিৎসকরা এসে সহায়তা করছেন।

আহতদের মধ্যে অধিকাংশই শিশু। অভিভাবকদের আহাজারিতে হাসপাতালে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। আহতদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমান বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে নেমেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com