শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত অন্তত ১৩৩ জন

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত অন্তত ১৩৩ জন

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। বিমানটিতে আগুন ধরে গেলে মুহূর্তেই সেটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে।

দুর্ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিধ্বস্ত হওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ছাত্রাবাসে অবস্থানরত অনেক এমবিবিএস শিক্ষার্থী আহত হন এবং একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো স্থানীয় সরকারিভাবে শিক্ষার্থীদের মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

আহমেদাবাদ প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “এটি শহরের ইতিহাসে অন্যতম একটি ভয়াবহ দুর্ঘটনা। আমরা বহু তরুণ প্রাণ হারানোর শোকে মুহ্যমান।”

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও তদন্ত শুরু করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং আশপাশের হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু রাখা হয়েছে। সূত্র: নিউজ-১৮

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com