
| সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানিয়েছেন, শুধু কুনার প্রদেশেই ৬১০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৩০০ জন। এছাড়া নানগারহার প্রদেশে মারা গেছেন আরও ১২ জন, আহত হয়েছেন ২৫৫ জন। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ভূমিকম্পে দুই প্রদেশের বহু বাড়িঘর ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং ভূমিধসের কারণে বহু স্থানে সড়কপথে যাতায়াত বন্ধ হয়ে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানায়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং এর গভীরতা মাত্র ৮ কিলোমিটার।
ভূমিকম্পের পর একাধিক পরাঘাত আঘাত হানে। আতঙ্কে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। নানগারহারের তরুণ পোলাদ নুরি বলেন, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প দেখিনি। অন্তত ১৩ বার পরাঘাত গুনেছি।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে হেলিকপ্টারের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুনারে পাঠানো হচ্ছে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং গুরুতর আহতদের অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
আফগানিস্তানের ইতিহাসে এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে ধরা হচ্ছে।
প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Posted ২:১৪ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity