
| মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
নেপালে সামাজিক অস্থিরতার জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও সহিংসতায় দেশজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সোমবার নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের সময় অন্তত ১৯ জন নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করেছেন। এর আগে ভোর থেকেই রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবন এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা চালায়।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল প্রধানমন্ত্রীর কাছে বলেন, ক্ষমতা ছাড়লেই দেশ স্থিতিশীল হতে পারে। এসময় ওলি তার সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছিলেন এবং চিকিৎসার অজুহাতে দেশ ত্যাগের পরিকল্পনা করেছিলেন।
এই পদত্যাগের পর নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
Posted ৩:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity