
| সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
শ্রীলঙ্কার বামপন্থী নেতা অনুড়া কুমারা দিশানায়েকে জনগনের ভোটে বিজয়ী হয়ে রাজধানী কলম্বোয় আয়োজিত এক শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বীপরাষ্ট্রির প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা হিদুস্তান টাইমস।
অনুড়া দিশানায়েকে মূলত মার্ক্সবাদী হিসেবে বিবেচিত ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের নেতা হিসেবে আরও ৩৮ জন প্রতিদ্বন্দ্বীকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন।
২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপাক্সের পলায়নের পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন।অনুড়া পেয়েছেন গণনাকৃত ভোটের ৪২ দশমিক ৩১ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। দ্বিতীয় ভোট গণনায় দুইজনের ভোট কিছুটা বেড়েছে।
দিশানায়েকের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো শক্তিশালী বামপন্থী মতাদর্শের এক নেতার নেতৃত্বাধীন সরকার পেলেন। তিনার প্রতি লঙ্কানদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও ব্যপক দুর্নীতির আমূল পরিবর্তনের প্রতশ্যাশা রয়েছে।
Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity