শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাণিজ্যমেলায় ৪১ প্রতিষ্ঠান পেলো পুরস্কার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   153 বার পঠিত

বাণিজ্যমেলায় ৪১ প্রতিষ্ঠান পেলো পুরস্কার

 

মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ৪১ স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়েছে।

বাণিজ্যমেলায় গোল্ড কালার ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: ডায়মন্ড ওয়ার্ল্ড, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, কেওয়াই টু টোন লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কারা অধিদপ্তর, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি), পেন্টেল পিটিই লিমিটেড, ক্লে ইমেজ, জয়িতা ফাউন্ডেশন, এমআর টেকনোলজি (সোলাস), বাংলাদেশ চা বোর্ড, ওয়ালটন হাই-টেক ইন্ডাট্রিজ পিএলসি ও হাতিল কমপ্লেক্স লিমিটেড।

মেলায় দ্বিতীয় পুরস্কার সিলভার কালার ট্রফি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরির ১৫টি প্যাভিলিয়ন ও স্টল। কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেড, প্রভিডেন্স বিডি.কম. লিমিটেড, গাজী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, প্রাণ এগ্রো লিমিটেড, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প (মুক্তা পানি), নিসিন ফুড ইন্দোনেশিয়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই), মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স (আমানত শাহ লুঙ্গি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ডেল্টা ফার্নিশার্স লিমিটেড, ব্রাদার্স ফার্নিচার, মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড ও আকতার ফার্নিশার্স লিমিটেড সিলভার কালার ট্রফি সম্মানে ভূষিত হয়েছে।

তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ কালার ট্রফি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টল। আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড, বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক্সক্লুসিভ হোম টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড; তুরস্কের হাদেক হালি টেক্সটাইল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং নাদিয়া ফার্নিচার এ সম্মানের অধিকারী হয়েছে।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা -২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দেশীয় পণ্যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ আনতে আগামী মেলায় সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রপ্তানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধিদের ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো বলে আশা করি।

অনুষ্ঠানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com