
| বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
বিদেশি ঋণ পরিশোধের প্রবাহ বেড়েছে চলতি অর্থ বছরে। অর্থবছরের প্রথম ১১ মাসে উন্নয়ন সহযোগীদের ৩০০ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের তুলনায় যা৬০ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২৭ জুন) দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ ৩০৬ কোটি ৮১ ডলার পরিশোধ করছে বাংলাদেশ। মূলত এক্ষেত্রে ঋণের আসল পরিশোধ বাবদ খরচ হয়েছে ১৮১ কোটি ডলার, সুদ বাবদ খরচ হয়েছে ১২৫ কোটি ডলার।
তাছাড়া এই পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে ২৪৬ কোটি ডলার সুদাসল পরিশোধ করেছিল বাংলাদেশ। এছাড়া গত ১১ মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে ৭০২ কোটি ডলার; এর মধ্যে ঋণ ৬৬১ কোটি ডলার আর অনুদান সাড়ে ৪০ কোটি ডলার।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity