
| বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ না হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
মঙ্গলবার (২০মে) রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান (কাস্টম ও নীতি) স্বাক্ষরিত আদেশে বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity