শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন নোট, থাকছে ঐতিহাসিক স্থাপনার ছাপ

  |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

আজ থেকে ১১ ব্যাংকে মিলবে নতুন নোট, থাকছে ঐতিহাসিক স্থাপনার ছাপ

ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২ জুন) থেকে রাজধানীর ১১টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখায় এই নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। নতুন টাকাগুলোর নকশায় দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ঈদের আগমুহূর্তে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বাজারে ছাড়া হয়েছে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট। এরপর গতকাল রোববার (১ জুন) আরও ছয়টি মূল্যমান—২, ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন নোট প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,  ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১১টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে, শিগগিরই নতুন নোট বাজারে আসবে, যেগুলোর নকশায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এই নতুন নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। এইসব নতুন নোট ডিজাইন করা ও ছাপানো সময় সাপেক্ষ বিষয় হওয়ায় এবার সীমিত পরিসরে নোট বাজারে আসছে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম ধাপে বাজরে মিলবে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com