
| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২২ জুন পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি ১০ দিন হলেও অর্থনীতিতে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না।”
অর্থ উপদেষ্টা জানান, বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে। সকল মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত বিশ্লেষণ করে আগামী ২২ জুন বাজেট পাস করা হবে।
উল্লেখ্য, গত ২ জুন উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের ৫৪তম জাতীয় বাজেট। এটি অন্তবর্তীকালীন সরকারের এবং অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।
এ বাজেট ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।
Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity