
| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। আজ সোমবার এনবিআরে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়; সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।
তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে। ফাইনাল ফিগার আসতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা, আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত।
চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, অর্থবছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়েছিল বলে জানা গেছে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity