
| বুধবার, ০২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 207 বার পঠিত
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ৪৫ দিন পেছানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড পুনঃতফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করবে। নির্বাচন বোর্ড জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৮ জুন পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। তবে সময়সীমা বৃদ্ধির ফলে সেই তারিখ পরিবর্তিত হবে।
Posted ১০:৩০ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity