
| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট চারদিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
গত ১ জুলাই থেকে দায়িত্ব নেওয়া ডাচ নাগরিক জুট এর আগেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।
এক বিবৃতিতে জাট বলেন, বাংলাদেশের মানুষ এবং এখানে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি আমার হৃদয়ে অমলিন। আমি সবসময়ই বাংলাদেশিদের দৃঢ়তা ও সৃজনশীলতায় মুগ্ধ হয়েছি। এখানকার মানুষ যেভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, দশ বছর আগে বাংলাদেশ ছাড়ার পর থেকে কী ধরনের পরিবর্তন এসেছে, তা সরেজমিনে দেখতে আমি উন্মুখ। বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে পাশে আছে, বিশেষ করে প্রতি বছর দুই মিলিয়ন তরুণ কর্মবাজারে প্রবেশ করছে, তাদের জন্য আরও ভালো ও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাংকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জোহানেস জাট ১৯৯৯ সালে সংস্থাটিতে যোগ দেন। তিনি সম্প্রতি ব্রাজিলের জন্য কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি অপারেশনাল পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিস বিভাগের স্ট্র্যাটেজি, রেজাল্টস, রিস্ক অ্যান্ড লার্নিং ডিরেক্টর ছিলেন। পাশাপাশি তিনি তুরস্ক, কেনিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, ইরিত্রিয়া, সিশেলস ও কোমোরোসে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity