
| শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় রপ্তানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার মতে, এই নতুন হারেও বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পারবে, যদিও শুল্ক আরও কম প্রত্যাশা ছিল।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাণিজ্য উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেন।
তিনি লেখেন, “বাংলাদেশের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় আমরা এখনো প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখতে পারব। রপ্তানিতে কোনো বড় ধরনের বাধা সৃষ্টি হবে না। তবে আমরা আশা করেছিলাম এই হার ২০ শতাংশের নিচে নামানো হবে।”
এর আগে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা শুল্ক আলোচনায় উভয়পক্ষ অংশ নেয়, যার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় যে, আজ ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে। পূর্ববর্তী হার ছিল ৩৭ শতাংশ, যা পরবর্তীতে ৩৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
হোয়াইট হাউসের বিবৃতিতে আরও জানানো হয়, এ দফায় শুধুমাত্র বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশকেও নতুন পাল্টা শুল্ক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের ওপর ২০ শতাংশ, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য স্বস্তির বার্তা হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা ধরে রাখতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও মান উন্নয়নে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity