
| রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 294 বার পঠিত
দেশে শোভন কর্মসংস্থান, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে ১৫ কোটি ডলারের ঋণচুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।
রোববার (৩ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষে ইআরডির সচিব শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ‘টিভিইটি টিচার্স ফর দ্য ফিউচার’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এটি ঢাকার বাইরের বিশেষত অনুন্নত অঞ্চলে শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। সেই সঙ্গে উদীয়মান প্রযুক্তির ওপর ভিত্তি করে প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষক ব্যবস্থাপনা ও মনিটরিং ব্যবস্থার সক্ষমতা উন্নয়নেও সহায়তা করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, “এই কর্মসূচি দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অংশ হিসেবে পাঁচটি প্রযুক্তি ক্লাস্টারের ওপর জোর দেবে; মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সিভিল এবং খাদ্য ও কৃষি খাত।”
তিনি জানান, এডিবির সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগ সরকারের সমন্বিত টিভিইটি উন্নয়ন কর্মপরিকল্পনা (আইটিডিএপি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।
কর্মসূচির আওতায় অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষক প্রশিক্ষণ পাবেন, যার প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। পাশাপাশি, দেশে ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটি জাতীয় কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যা দীর্ঘমেয়াদে টিভিইটি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি দেশের মালিকানাধীন একটি উন্নয়ন ব্যাংক, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। ব্যাংকটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity